তুরস্কে ২০ বছরে হাজারবার কোরআন খতমকারী বৃদ্ধের ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: ২০ বছরে এক হাজারবার কুরআন শরিফ খতমকারী ৮৫ বছর বয়সী তুর্ক বংশোদ্ভূত এক বৃদ্ধের ইন্তেকাল হয়েছে।

 

তার ছেলে মতিন বলেন, বাবার মৃত্যুর পর তিনি যে ২০ বছরে এক হাজারবার কুরআন খতম করেছেন, ওই আশ্চর্যজনক ঘটনাটি অবগত হয়েছেন।

মতিন বলেন, ‘আমার বাবার মৃত্যুর পরে আমি তিলাওয়াত করার জন্য একটি কুরআন শরিফ খুলেছিলাম। হঠাৎ তার মধ্যে একটি চিরকুট চোখে পড়ে। যেখানে তিনি পবিত্র কুরআন তিলাওয়াতের রুটিন লিখে রেখেছেন।’

মতিন আরো জানান, তার বাবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এক পারা করে দিনে মোট পাঁচ পারা পবিত্র কুরআন শরিফ তিলাওয়াত করতেন। এভাবে ২০ বছরে এক হাজারবারের অধিক কুরআন খতম করেছেন তিনি।

ওই বৃদ্ধ নিজের কবরের নামফলক নিজেই বানিয়ে রেখে গেছেন বলেও জানান মতিন। তার বানানো নাম ফলকই তার কবরে লাগানো হয়েছে।

সূত্র : তুর্কি এজেন্সি

পূর্ববর্তি সংবাদদুর্নীতির দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ও আইনজীবীকে ৩ বছরের কারাদণ্ড
পরবর্তি সংবাদস্বপ্নপূরণের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ডাক দিলেন ফখরুল