দায়িত্ব গ্রহণ করলেন ইসরাইলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত

ইসলাম টাইমস ডেস্ক: ইসরাইলে প্রথমবারের মতো রাষ্ট্রদূত পাঠিয়েছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বছর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত স্বাভাবিক সম্পর্ক স্থাপন চুক্তির আওতায় সোমবার ইসরাইলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন জেরুসালেমে আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজার পরিচয়পত্র গ্রহণ করেন।

প্রেসিডেন্ট রিভলিন এই সময় বলেন, ‘ইসরাইলি জনগণ আপনাকে আনন্দের সাথে স্বাগত জানাচ্ছে। এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ মিশন- আপনার দিকে বাড়িয়ে দেয়া হাতকে গ্রহণ করে নিতে।’

তিনি বলেন, ‘নেতাদের মাঝে চুক্তি স্বাক্ষর হলেও প্রকৃত স্থায়ী শান্তি জনগণের মধ্যেই স্থাপিত হয়।’

আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক বন্ধন শক্তিশালী করতে তিনি অক্লান্ত পরিশ্রম করবেন।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক স্থাপনে ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাত চুক্তি স্বাক্ষর করে।

চুক্তির আওতায় মিসর ও জর্দানের পর তৃতীয় আরব দেশ হিসেবে ইসরাইলের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত।

সূত্র: খালিজ টাইমস

-আরএম

পূর্ববর্তি সংবাদখাশোগি হত্যাকাণ্ড: যুবরাজের বিশেষ বাহিনী বিলুপ্ত করতে সৌদির প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
পরবর্তি সংবাদবাড়িতে ঢুকে নারীকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই, এসআইসহ ৩ পুলিশ গ্রেফতার