বিবাড়িয়ায় কাদিয়ানিবাদ থেকে ফিরে আসা নওমুসলিমদের সাথে আলেমগণের মতবিনিময়

বিবাড়িয়া থেকে এনামুল হাসান 

ইসলাম টাইমস ডেস্ক: কাদিয়ানী ধর্মমত থেকে তওবা করে ইসলামে ফিরে আসা নওমুসলিমদের সাথে বিবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়ার শিক্ষকমণ্ডলীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে এগারটায় জামিয়ার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জামিয়ার  ইউনুছিয়ার প্রিন্সিপাল মুফতী মুবারকুল্লাহ, নায়েবে মুহতামিম মাওলানা আক্তারুজ্জামান, সিনিয়র মুহাদ্দিস মুফতী নোমান আল হাবিবী, মাওলানা আবু বকর সিদ্দিক, মুফতী রাকিবুল ইসলাম তাজ, মাওলানা কারী হোসাইন আহমদ, মাওলানা রুহুল আমিন, মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা জাকারিয়া খান, মাওলানা আবুবকর, মাওলানা শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় নওমুসলিমদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার সাদাত।

মতবিনিময় সভায় উলামায়ে কেরাম নওমুসলিমদের উদ্দেশ্য বললেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান এইজন্য যে, আল্লাহ তায়ালা আপনাদেরকে কাদিয়ানী সম্প্রদায়ের ভ্রান্ত আকিদা- বিশ্বাস থেকে ফিরিয়ে এনে  সর্বশেষ নবী মোহাম্মদ(সাঃ)এর খতমে নবুওয়তের প্রতি ঈমান নসীব করেছেন। তারপরও আপনারা কাদিয়ানী সম্প্রদায়ের চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে হবে।

ওলামায়ে কেরাম নতুন ইসলামগ্রহণকারীদেরকে আরো বলেন, মুসলমান হওয়ার কারণে কাদিয়ানী সম্প্রদায় যদি আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আর চক্রান্ত করে তাহলে আপনারা নিজেদের কখনো একা ভাববেন না।  জামিয়া ইসলামিয়া ইউনুসিয়াসহ দেশের সকল মুসলমান আপনাদের পাশে আছে।

উলামায়ে কেরামগণ বলেন, কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম। তাদেরকে ইসলাম ও মুসলিম পরিচয়ে  ব্রাক্ষণবাড়ীয়ার পবিত্র মাটিতে কোন কর্মকান্ড করতে দেওয়া হবেনা।

-এসএন

পূর্ববর্তি সংবাদসারাদেশে করোনা থেকে সেরে উঠেছেন আরো ৯৩৬ জন, প্রাণহানি ৫
পরবর্তি সংবাদমিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলি, ৯ জনের মৃত্যু