সরকার দেশকে একটি পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে: মাওলানা মোহাম্মদ ইসহাক

ইসলাম টাইমস ডেস্ক: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বিরোধী রাজনৈতিক দল ও মতের সভা-সমাবেশের উপর বি‌ধিনিষেধ আরোপ করে সরকার দেশকে একটি পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের মাধ্যমে নাগরিকদের উপর নির্যাতন চালানো হচ্ছে। সভা-সমাবেশের উপর নিয়ন্ত্রণ আরোপ করে, হামলা, মামলা দিয়ে সরকার তাদের একদলীয় শাসনকে প্রলম্বিত করতে চায়। কিন্তু জনগণ বেশী চুপ করে থাকবে না।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।

-এসএন

পূর্ববর্তি সংবাদএনআইডি সার্ভারে প্রবেশ করে তথ্য পাল্টে ব্যাংক ঋণ নিত ৬ প্রতারক
পরবর্তি সংবাদএবার মির্জা কাদেরকে দল থেকে বহিষ্কার করতে আ.লীগের ৪২ নেতার সুপারিশ