‘ভুল করে’ আ’লীগ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, খুলনায় ২ এসআই প্রত্যাহার

ইসলাম টাইমস ডেস্ক: খুলনায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকাদাহ করার সময় ভুল করে আওয়ামী লীগ নেতাকর্মীদের লাঠিচার্জ করায় সদর থানার দুই উপপরিদর্শককে (এসআইকে) প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা দুই পুলিশ কর্মকর্তা হলেন সদর থানার এসআই মিয়া রব ও এসআই মোমিনুর রহমান।

বুধবার বিকালে নগরীর কেডি ঘোষ রোডস্থ খুলনা মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেককে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে বুধবার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল এবং পিকচার প্যালেস মোড়ে শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ করে নগরীর ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। এতে ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান মিয়া স্বপন, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন জানান, হেলাতলা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে যানজটের কারণে মিছিলের গতি কমে যায়। এ সময় যানজট তীব্র আকার ধারণ করলে মিছিলটি আর সামনে এগোতে পারেনি। নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনেই দুদুর কুশপুত্তলিকায় আগুন দিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে এলোপাতাড়ি লাঠিচার্জ শুরু করে। পরে আওয়ামী লীগ নেতাকর্মী পরিচয় দেওয়ার পর তারা চলে যায়। এটা একটা ভুল বোঝাবুঝি।

মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা বুধবার বিকালে বিএনপি কার্যালয়ের আশপাশের কয়েকটি দোকান ভাঙচুর করেছে। এ সময় কেডি ঘোষ রোড এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ সময় দলীয় কার্যালয়ে কোনো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, দলীয় কার্যালয়ের সামনে অনুমতি ছাড়াই বিএনপি নেতাকর্মীরা কর্মসূচি পালন করছে ভেবে পুলিশ কর্মকর্তারা বাধা দেয়। এ সময় কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। এ ঘটনায় সদর থানার এসআই মিয়া রব ও এসআই মোমিনুর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদপশ্চিমবঙ্গে ভোটারদের মন জয়ে বাংলাদেশের ‘মতুয়া’ মন্দির পরিদর্শন করবেন মোদী!
পরবর্তি সংবাদআলজেরীয় স্বাধীনতাকামী বুমনজিলকে হত্যার ৬৩ বছর পর অপরাধ স্বীকার করলো ফ্রান্স