২৭ ঘন্টা পর কুষ্টিয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক

ইসলাম টাইমস ডেস্ক: টানা ২৭ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কুষ্টিয়া-রাজবাড়ী-ফরিদপুর রুটে ট্রেন চলাচল।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ১৭০ জন রেলকর্মীর টানা পরিশ্রমে লাইনচ্যুত পাঁচটি বগি অপসারণ ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার বড় স্টেশনের অদূরে লাইনের ওপর আগে দাঁড়িয়ে থাকা একটি রেল ট্রলির সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের লাইন দুমড়ে-মুচড়ে যায়। এতে কুষ্টিয়ার সঙ্গে খুলনা, রাজশাহী, গোয়ালন্দ ও ফরিদপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় এরই মধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করে রেল কর্তৃপক্ষ। সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে রেলওয়ের কুষ্টিয়া অফিসের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে।

-এসএন

পূর্ববর্তি সংবাদইরাকের শিয়া নেতার সঙ্গে সাক্ষাত করলেন পোপ ফ্রান্সিস
পরবর্তি সংবাদচট্টগ্রাম কারাগার থেকে হত্যা মামলার আসামি নিখোঁজ