দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজ করছে: বললেন সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ইসলাম টাইমস ডেস্ক: দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজ করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এমন দাবি করেছেন তিনি।

দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই বলে বিএনপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের সমালোচনা করার জন্য এ পর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়নি। তাই দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজ করছে।’

বিএনপির ‘বিকল্প আন্দোলনের’ হুমকি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র। এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন-সন্ত্রাস, অপরাজনীতি আর গুজব তৈরি করা।

বিএনপির নেতাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, বিকল্প আন্দোলনের নামে দেশের সম্পদ এবং মানুষের জীবনহানি ঘটানোর অপপ্রয়াস জনগণ ও সরকার মেনে নেবে না।

অবশ্য ওবায়দুল কাদের বলেন, যারা এ পর্যন্ত রাজপথে কোনো ধরনের আন্দোলনের ঢেউ তুলতে পারেনি, তাদের বাধা দেওয়ার দরকার হয় না। বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদফেনীতে ৭ মার্চের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে দুই আ.লীগ নেতার হাতাহাতি, আহত ১২
পরবর্তি সংবাদমিয়ানমারে পুলিশের গুলিতে নিহত আরও ২ বিক্ষোভকারী