ফেনীতে ৭ মার্চের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে দুই আ.লীগ নেতার হাতাহাতি, আহত ১২

ইসলাম টাইমস ডেস্ক: ৭ মার্চের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র খোকন ও ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন লিপটনের হাতিহাতির ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিক গাজী হানিফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল, সারোয়ার, ছাত্রলীগসহ ১২ জন আহত হয়েছেন।

রোববার রাতে সোনাগাজী জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে। সোনাগাজী থানার ওসি সাজেদুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দলীয় সূত্র ও থানা পুলিশ জানায়, ৭ মার্চের আলোচনাসভায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে শুরু হয়। সভা চলাকালে উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন লিপটন ও পৌর মেয়র রফিকুল ইসলামের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

সোনাগাজী আওয়ামী লীগের সভাপতি মফিজুল হক জানান, সভার শেষ দিকে বক্তব্য দেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান লিপটনের নাম ঘোষণা করা হয়। এ সময় মেয়র খোকন ক্ষিপ্ত হয়ে লিপটনকে ধাক্কা দেয়। বিষয়টি টের পেয়ে উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি ও মিছিল-পাল্টা মিছিলের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১২ জন আহত হন।

সোনাগাজী থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় এখনও লিখিত অভিযোগ কোনো পক্ষই দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র খোকন ঘটনাটি অস্বীকার করেছেন।

সোনাগাজী উপজেলা চেয়াম্যানের জহির উদ্দিন লিপটনের মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

-আরএম

পূর্ববর্তি সংবাদসৌদির প্রধান তেল স্থাপনায় ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র হুথি বিদ্রোহীরা
পরবর্তি সংবাদদেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজ করছে: বললেন সেতুমন্ত্রী