সহসাই আফগানিস্তান ছাড়তে চায় না যুক্তরাষ্ট্র

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দাবি করেছেন ‘আমেরিকান এবং ন্যাটো সৈন্যদের প্রত্যাহার করে নেয়া হলে আফগানিস্তান জুড়ে তালেবানের ব্যাপক সামরিক উত্থান হতে পারে।’ এই খোঁড়া অজুহাতে তারা এখনই আফগানিস্তান না ছাড়ার প্রস্তাব দিয়েছে।

তালেবান এবং ট্রাম্প প্রশাসনের করা এক চুক্তি অনুযায়ী আগামী মাসের শেষ নাগাদ সব মার্কিন সৈন্য আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর আগেই আফগান প্রেসিডেন্টকে দেয়া এক চিঠিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তালেবানের নতুন উত্থানের শঙ্কার কথা জানিয়েছেন।

৯/১১ হামলার পর ২০০১ সালে আফগানিস্তানে ধ্বংসযজ্ঞ চালায় আমেরিকা। অবশেষে যুদ্ধের কোনো সমাপ্তি ছাড়া পরাজয় মেনে নিয়ে ‘চুক্তি করে’ আফগানিস্তান ছাড়তে রাজি হয় আমেরিকা।

২০২০ সালে চুক্তি স্বাক্ষরিত হলেও চলতি বছরের জানুয়ারিতে বাইডেন প্রশাসন জানায়, তারা সেই চুক্তি ‘রিভিউ’ করবে।

ওই চুক্তি অনুযায়ী মে মাসের ১ তারিখের আগে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সব সদস্য আফগানিস্তান ছেড়ে যেতে হবে। কিন্তু এখন ভোল পাল্টিয়েছে বাইডেন প্রশাসন।

-আরএম

পূর্ববর্তি সংবাদ৮মাসে কোরআনের হাফেজ হলেন ৯ বছরের আশিকুর রহমান
পরবর্তি সংবাদমিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা স্থগিতের ঘোষণা অস্ট্রেলিয়ার