গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে রাজনীতিতে নতুন উত্তেজনা

ইসলাম টাইমস ডেস্ক : বহুল আলোচিত ২১ আগস্টের গ্রেনেড হামলা সংক্রান্ত মামলার রায় ঘিরে সারা দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। আগামীকাল ১০ অক্টোবর এ মামলার রায় হওয়ার কথা রয়েছে।

মামলার রায় ঘিরে যে কোনো বিশৃংখলা রোধে রাজধানীসহ সারা দেশে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।

তিনি আজ একটি গণমাধ্যমকে বলেন, ‘রায় ঘোষণার দিন কোনো জঙ্গিগোষ্ঠীর হামলার কোনো থ্রেট নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। বিভিন্ন এলাকায় পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ও চেকপোস্ট থাকবে।’

অন্যদিকে পুলিশের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে রাস্তায় নামার ঘোষণা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

পৃথক পৃথক ঘোষণায় চট্টগ্রাম মহানগের ১৭ স্পটে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নগরজুড়ে সতর্ক পাহারায় থাকার কথা জানিয়েছে।

আলোচিত এ মামলার আসামিদের মধ্যে বিএনপি নেতা তারেক রহমান, আবদুস সালাম পিন্টু ও লুৎফুজ্জামান বাবরের নাম রয়েছে। মামলার রায়ে তাদের সাজা হলে বিএনপি বিশৃংখলা সৃষ্টি করতে পারে আশঙ্কা করছে সরকার। এজন্য মাঠে থাকার ঘোষণা দিয়েছে দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

অন্যদিকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মামলায় জড়িয়েছে। আমি হলফ করে বলতে পারি, তারেক রহমান, আবদুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর- তারা কেউ ২১ আগস্ট হামলার সঙ্গে জড়িত ছিলেন না।’

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, এ হামলায় বেনিফিশিয়ারি (সুবিধাভোগী) হয়েছে আওয়ামী লীগ এবং এটাকে ইস্যু করে বিএনপিকে ধ্বংস করছে, বিএনপির বিরুদ্ধে কথা বলছে।

পূর্ববর্তি সংবাদপিরামিড আর স্ফিংক্সের রহস্যরাজ্যে
পরবর্তি সংবাদপ্রজন্ম সংকটে আরববিশ্ব : নিরক্ষর দশ কোটি মানুষ