আমাদের চারপাশে ছড়িয়ে আছে হাজারো প্রাণি। একেকটি প্রাণির বৈশিষ্ট্য একেক রকম। তাদের কারো কারো বৈশিষ্ট্য ও কর্মকাণ্ড এমন আছে, যা শুনলে পাঠকমাত্রই অবাক হয়ে যাবেন। আধুনিক বিজ্ঞান দীর্ঘ গবেষণার পর বিভিন্ন পশু ও পাখির এমনই কিছু অদ্ভুত তথ্য হাজির করেছে। সেগুলো জানলে বুঝা যায়, আল্লাহ তায়ালা কত নিপুণ করে তৈরি করেছেন পৃথিবীর প্রতিটি প্রাণিকে। আজকে বিজ্ঞান-আলোচনায় রইল তেমনই দুটো পাখির অদ্ভুত সব তথ্য।
বাদুড়ের কিছু অনন্য বৈশিষ্ট্য:
· বাদুড় একমাত্র স্তন্যপায়ী প্রাণী যে উড়তে পারে।
· এই পর্যন্ত প্রায় এগারো শ-এর বেশি প্রজাতির বাদুড় পাওয়া গেছে।
· একটি মাঝারি সাইজ-এর বাদুড় ঘন্টায় যে পরিমাণ পোকা খায় তা একজন মানুষের এক রাতে ২০ টি পিজ্জা খাওয়ার সমান।
· ব্যাট কনজারভেশান ইন্টারন্যাশনাল-এর মতে, ১৫০টি বাদুড় বছরে ফসলের জন্য ক্ষতিকর যে পরিমাণ পোকা খেয়ে ফেলে তা কৃষককে অন্তত ১ বিলিয়ন ডলার ক্ষতির থেকে রক্ষা করে।
· বাদুড়-এর সবচেয়ে বড় কলোনী বলা হয় টেক্সাসের ব্র্যাকেন গুহাকে। ধারণা করা হয় এই এক গুহাতেই প্রায় দুই কোটি বাদুড় আছে।
· দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকানরা বাদুড়তে প্রশিক্ষণ দিয়ে বোমা ফেলার জন্য চেষ্টা করেছিল।
· চীন এবং জাপানে বাদুড় আর হ্যাপিনেস একই শব্দ দিয়ে বোঝানো হয়। এই দুই দেশে “হ্যাপিনেস” এবং “বাদুড়” এই দুই শব্দকেই “ফু (fu)” দিয়ে বোঝানো হয়।
· বেশিরভাগ বাদুড় বিশ্রাম, ঘুম, মিলিত হওয়া এবং বাচ্চা জন্ম দেয়ার কাজটি করে উল্টা হয়ে।
