ইফতেখার জামিল ।।
প্রতিটা গুনাহের সাথে একটা মাফসাদাহ ও মন্দ-বৈশিষ্ট্য জড়িত। একটা গুনাহ করার অর্থ আপনি সেই মাফসাদা বা মন্দ-বৈশিষ্ট্যের সাথে জড়িয়ে গেলেন। মাফসাদা বা মন্দ বৈশিষ্ট্য একটা গাছের মতো। মন্দ কাজগুলো এক একটা ডালের অংশ।
একটু বুঝিয়ে বলি। ধরা যাক, ব্যভিচার ও ধর্ষণ মন্দ বৈশিষ্ট্যের একটা মগডাল, যার শুরু মন্দচিন্তা ও দৃষ্টিপাত থেকে। এ জন্য এগুলোকেও আংশিক ব্যভিচার বলা হয়। এগুলো যেন সেই মগডালের শাখাডাল। কেউ সরাসরি ব্যভিচারের মগডালে উঠে বসে না। আগে মন্দচিন্তা, দৃষ্টি ও যোগাযোগ শুরু হয়। পরবর্তীতে এর বিস্তার ঘটে।
এভাবে প্রতিটা গুনাহই সাগায়ের ও কাবায়ের বা বড় গুনাহ ও ছোট গুনাহে বিভক্ত, ছোট গুনাহ বড় গুনাহের দিকে নিয়ে যায়। এজন্যই ইসরার আলাস সাগায়ের বা নিয়মিত অব্যাহতভাবে ছোট গুনাহ করতে থাকলে এটা বড় গুনাহের মতো হয়ে যায়। কেননা এ পর্যায়ে বড় গুনাহ করে ফেলা সময়ের ব্যাপার হয়ে দাড়ায়। লজ্জা দূর হয়ে যায়। বিবেকের বাঁধা বন্ধ হয়ে যায়।
আর গুনাহের শাখা-প্রশাখার মূল কাণ্ড হচ্ছে, কুফুর। কুফুর সব গুনাহের মূল। কুফুর করার অর্থ আপনি নিজেকে নৈতিকভাবে বাধ্য মনে করছেন না। আপনার কাছে ভালো খারাপের কোন মানদণ্ড নেই। সুযোগ ও সুবিধা হলেই আপনি পাপ করে ফেলতে পারেন।
পাশাপাশি অনর্থক কাজ ও কথা থেকে বিরত থাকা জরুরী। কেননা অনর্থকতা মানুষকে অর্থহীন করে তুলে। মূল্যহীন করে তুলে। বুদ্ধি ও বিবেকের কার্যকারিতা কমিয়ে দেয়। মানুষের মধ্যে প্রবৃত্তিকে জাগিয়ে তুলে। ধৈর্য ক্ষমতা নষ্ট করে দেয়।
আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আসতাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিও
