ইসলাম টাইমস ডেস্ক : সব কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো জাতীয় ঐক্যফ্রন্টের রূপরেখা। বিকল্পধারাকে বাদ দিয়েই ড. কামালের নেতৃত্বে যাত্রা শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সন্ধ্যায় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে জাতীয় ঐক্যের রূপরেখা ঘোষণা করেন ড. কামাল হোসেন এবং লিখিত বক্তব্য পাঠ মাহমুদুর রহমান মান্না।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সংবাদ সন্মেলনের শুরুতে ড. কামাল হোসেন বলেন, গত তিনদিনের টানা বৈঠক শেষে আমরা একটি ঐক্যমতে পৌঁছেছি।
সাংবাদিক সম্মেলনে নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য ঘোষণা করেছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাসহ সকল রাজবন্দির মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনের ১০ দিন পূর্ব থেকে নির্বাচনের পর সরকার গঠন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন। ইত্যাদি।
জাতীয় ঐক্যফ্রন্টের লক্ষগুলোতে বলা হয়েছে,
স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থার অবসান করে সুশাসন ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা, এক ব্যক্তি কেন্দ্রিক নির্বাহীক্ষমতার অবসান, ৭০ অনুচ্ছেদসহ সংবিধানের যুগোপযোগী সংশোধন করা, বিচারবিভাগের স্বাধীনতা ও ক্ষমতা নিশ্চিত করা, দুর্নীতি দমন কমিশনকে যুগোপযোগী করা, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সরকারসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে দুর্নীতি ও দলীয়করণের কালো থাবা থেকে মুক্ত করা। ইত্যাদি।
অন্যদিকে অধ্যাপক বি. চৌধুরী দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে সাংবাদিক সম্মেলন শুরু করেছেন। দলীয় বৈঠকে
জাতীয় ঐক্যফ্রন্টে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করায় বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি শাহ আলম বাদল এবং কৃষিবিষয়ক সম্পাদক জানে আলম হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
