ইসলাম টাইমস ডেস্ক : নির্মূল না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে আহত চার র্যাব সদস্যকে দেখতে গিয়ে (সিএমএইচ) গিয়ে এ কথা বলেন তিনি।
চট্টগ্রামের মুরাদপুর বিবির হাট রেল গেইট এলাকার ওই অভিযানে আহত হন র্যাব সদস্যরা। এসময় অসীম রায় বাবু নামের একজন মাদক ব্যবসায়ী নিহত হন।
আহত সবাই শংকামুক্ত বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। দেশের যুব সমাজকে বাঁচাতে এই অভিযান। যতদিন নিয়ন্ত্রণে না আসবে এই অভিযান চলবে। ‘
তিনি র্যাব সদস্যদের প্রসংশা করে বলেন, ‘আর র্যাব এ ধরনের অভিযান শুধু মাদকর বিরুদ্ধে নয়, জঙ্গিদের বিরুদ্ধে, ভেজালের বিরুদ্ধে অভিযান করছে। আর নিয়মিত এ ধরনের অভিযান চলছে বলেই আমরা নিরাপদে থাকছি।’
