ইসলাম টাইমস ডেস্ক : কারাবন্দী খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মামলার বিচার চালানোর পক্ষে রায় দিয়েছে হাইকোর্ট। খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা অব্যাহত রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে খালেদা রীট আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চ রোববার খালেদার রিভিশন আবেদনটি সরাসরি খারিজ করে দেয়।
হাই কোর্টের এই আদেশের ফলে বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে এ মামলার বিচার শেষ করতে কোনো আইনি বাধা থাকল না বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
