অনেকের ধারণা ছিলো বিশ্বব্যাংকের টাকা ছাড়া পদ্মা সেতু হবে না : প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকের ধারণা ছিল বিশ্বব্যাংকের টাকা ছাড়া পদ্মা সেতু হবে না। আমি ঘোষণা দিয়েলাম নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। নিজস্ব অর্থায়নে আজ পদ্মা সেতুর ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে।

রোববার মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বরে সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পদ্মা সেতুর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হয়েছে আমাদের দেশের কিছু মানুষ। তাদের কারণে পদ্মা সেতুর কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। পদ্মা সেতুতে জমি দেয়ার জন্য আমি এ এলাকার মানুষকে অভিনন্দন জানাই।

এর আগে সকালে পদ্মা সেতু প্রকল্পের কর্মজ্ঞ সরেজমিন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এছাড়া পদ্মা রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজ, মূল নদীশাসন সংলগ্ন স্থায়ী নদীতীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন শেখ হাসিনা।

পূর্ববর্তি সংবাদআবারও দোহায় মার্কিন-তালেবান বৈঠক
পরবর্তি সংবাদতরুণ আলেমদের জন্য ভালোবাসার ৬ সওগাত