উন্মোচনের পথে জামাল খাশোগির হত্যারহস্য!

ইসলাম টাইম ডেস্ক : নিখোঁজ সংবাদিক জামাল খাশোগির হত্যারহস্য উন্মোচন করার পথে তুরস্কের তদন্তকারী সংস্থা। তুর্কি তদন্তকারীরা বলছে, তারা জামাল খাশোগির ‘এ্যাপল ওয়াচ’ এর রেকর্ড উদ্ধার করতে পেরেছে। যা নিশ্চিত করে নিখোঁজ জামাল খাশোগিকে নির্যাতন ও হত্যা করা হয়েছে।

গতকাল তুর্কি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এমনটি দাবি করা হয়েছে। জনপ্রিয় তুর্কি পত্রিকা ডেইলি সাবাহ-তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জামাল খাশোগির এ্যাপলের ঘড়িটি আইফোনের সাথে সংযুক্ত ছিলো। যা তিনি দূতাবাসের বাইরে অপেক্ষমান তার দাগদত্তার কাছে রেখে যান।

তবে এ দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। আর সিএনএন-এ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে ‘এ্যাপল ওয়াচ’ তুরস্কের বাইরে আইফোনের সঙ্গে সংযুক্ত থাকে না।

উল্লেখ্য, ওয়াশিংপোস্টের সাংবাদিক জামাল খাশোগি গত ২ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে।

তুরস্ক দাবি করছে তাকে দূতাবাসের মধ্যে হত্যা করা হয়েছে। অন্যদিকে সৌদি আরব তা বরাবর অস্বীকার করে আসছে।

পূর্ববর্তি সংবাদচান্দুর নেহারি : মিরপুরের ভোজনরসিকদের রসনাবিলাস
পরবর্তি সংবাদআবারও দোহায় মার্কিন-তালেবান বৈঠক