মিয়ানমারে উগ্র বৌদ্ধদের মিছিল, জনসম্মুখে আবারও সেই কসাই

ইসলাম টাইমস ডেস্ক : রাখাইনে মুসলিম হত্যার অভিযোগে অভিযুক্ত মিয়ানমার সেনাবাহিনীর সমর্থনে মিছিল করেছে দেশটির উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদীরা। মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে এক হাজারেরও বেশি উগ্রপন্থী এ মিছিলে অংশগ্রহণ করে।

মুসলিম গণহত্যার দায়ে মিয়ানমারের সেনাবাহিনী আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তের মুখোমুখি হওয়ার মুহূর্তে এই মিছিল অনুষ্ঠিত হলো।

Image result for Myanmar monk hits back at international community

মিছিলে জাতীয় পতাকা ও সেনাবাহিনীর প্রতি তুষ্টিমূলক বক্তব্য-সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেয় উগ্রবাদীরা।

সেনা-সমর্থনে অনুষ্ঠিত ওই মিছিলের নেতৃত্বে ছিলেন উগ্রবাদী নেতা উইরাথু। গত বছর ‘ঘৃণাযুক্ত বক্তব্য’ প্রচারের অভিযোগে উইরাথুর জনসম্মুখে কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে জেষ্ঠ্য সন্ন্যাসীদের এক কাউন্সিল।

তিনি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে বলেন ‘আইসিসি যেদিন এখানে ঢুকবে.. সেদিন থেকেই আমি একটি বন্দুক নিয়ে দাঁড়িয়ে যাব’।

পূর্ববর্তি সংবাদডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে সম্পাদক পরিষদের মানববন্ধন
পরবর্তি সংবাদশরণার্থী জীবন : ‘একদিন সিরিয়ার প্রয়োজন হবে তাদের’