বাড়ছে না গ্যাসের দাম, ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিবে সরকার

ইসলাম টাইমস ডেস্ক : আপাতত গ্যাসের দাম বাড়ছে না। গ্যাসের দাম স্থিতিশীল রাখতে সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ৩ হাজার ১০০ কোটি টাকা ভর্তুকি দিবে বলে জানিয়েছে বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।

সংবাদ সম্মেলনে বিআরসি সদস্য আব্দুল আজিজ খান বলেন, ‘এলএনজি আমদানিতে ৩ হাজার ১০০ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হবে। যা সরকারি তহবিল থেকে সরবরাহ করা হবে। এই পরিমাণ ভর্তুকি দিলে এলএনজি আমাদনিতে আর কোনও সমস্যা হবে না।

ধারণা করা হচ্ছে, নির্বাচনের ঠিক আগে এভাবে গ্যাসের দাম বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় সরকার বিইআরসিকে দাম বৃদ্ধির বদলে কত টাকা ভর্তুকি দিলে এলএনজি আমদানি স্বাভাবিক থাকবে তা বের করার নির্দেশ দেওয়া হয়। তার ভিত্তিতে কমিশন গত সপ্তাহজুড়ে ভর্তুকির পরিমাণ নির্ধারণ করে।

কমিশন সংবাদ সম্মেলনে কমিশনের অন্য সদস্য রহমান মুরশেদ, মিজানুর রহমান ও মাহমুদ উল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদসংবিধান অনুযায়ীই নির্বাচন হবে, ষড়যন্ত্র করে লাভ নেই : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদ‘ধর্ম যার যার, উৎসব সবার’ উক্তিটি ইসলামবিরোধী : আল্লামা নূর হোসাইন কাসেমী