ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, চিকিৎসকদের সতর্কবার্তা

ইসলাম টাইমস ডেস্ক : এ বছর বাংলাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অতীতের যে কোনো সময়ের চেয়ে প্রকট বলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষত শিশুদের ব্যাাপারে সচেতন থাকার কথা বলেছেন তারা।

ইনস্টিটিউট অব এপিডেমোলোজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ (আইইডিসিআর) নামক একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার দিক থেকে এ বছর নয় মাসেই অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি বছরের শুরু থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মোট ৭ হাজার ৪৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে অন্তত ১৭ জন মারা গেছেন।

Image result for ডেঙ্গু

২০০২ সালে এর আগে এক বছরে সর্বোচ্চ ৬ হাজার ২৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

সচেতনার অভাবসহ বিভিন্ন কারণে সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে।

চিকিৎসকরা বলছেন, এই রোগে আক্রান্তদের বেশির ভাগই শিশু। কারণ প্রাপ্ত বয়স্কদের তুলনায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।

পূর্ববর্তি সংবাদইসরাইলের পক্ষ নেয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সমালোচনা
পরবর্তি সংবাদসাত মিনিটেই কেটে টুকরো করা হয় খাশোগিকে!