সৌদি আরবে ৫ সমঝোতা স্মারক স্বাক্ষর : প্রধানমন্ত্রীর মসজিদে নববি জিয়ারত

ইসলাম টাইমস ডেস্ক ।।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ দিনের সৌদি আরব সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে শিল্প ও বিদ্যুৎ খাতে  পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) রিয়াদে বাদশাহ সৌদ প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর হয়।

এ দিন বুধবার রাতে প্রধানমন্ত্রী রাসুল সা.-এর রওজা জিয়ারত করেন। পাশাপাশি মসজিদে নববিতে পবিত্র এশার নামাজ আদায় করেন। নামাজশেষে মসজিদে নববিতে তিনি বাংলাদেশের অব্যাহত শান্তি এবং বিশ্ব মুসলিম উম্মাহর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করেন। খবর বার্তা সংস্থা বাসস-এর।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে। এছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ও সৌদি আরবের হানওয়াহ্ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে নির্মাণ সহযোগিতাও বৃদ্ধি পাবে।

অন্য চুক্তিগুলো ছিল- বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন (বিএসইসি) ও সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশে সৌর বিদ্যুৎ প্রকল্প উন্নয়ন বিষয়ে বাংলাদেশের শিল্পমন্ত্রী ও সৌদি আরবের আলফানার কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও সৌদি আরবের আল বাওয়াননি কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে গত মঙ্গলবার (১৬ অক্টোবর) রিয়াদে গেছেন প্রধানমন্ত্রী। বুধবার তার সঙ্গে বাদশাহ সালমানের বৈঠক হয়। সেখানে দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা।

মদিনা থেকে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে জেদ্দা যাবেন। সেখানে তিনি দুপুরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এরপর শেখ হাসিনা মক্কায় গিয়ে পবিত্র ক্বাবা শরিফে এশার নামাজ আদায়ের পর ওমরাহ পালন করবেন।

শুক্রবারই (১৯ অক্টোবর) জেদ্দা থেকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।

পূর্ববর্তি সংবাদপ্রকট হচ্ছে ফিলিস্তিনিদের সাংস্কৃতিক সংগ্রাম
পরবর্তি সংবাদরিকশাচালকের ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তব করলেন ডিআইজি