ক্ষমতায় গেলে ৭ দিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করবে বিএনপি -মওদুদ

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমরা আগামীতে ক্ষমতায় গেলে সাত দিনের মধ্যে বর্তমান সরকারের করা ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ ও ‘সম্প্রচার নীতিমালা’ বাতিল করবে।

আজ শনিবার জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, ‘এই দুই আইনের মাধ্যমে আমাদের সংবাদপত্র ও গণমাধ্যম আর স্বাধীনভাবে সংবাদ পরিবেশ করতে পারবে না। কারণ হাত-পা বেঁধে দেওয়া হয়েছে, এখন মুখও বেঁধে দেয়া হয়েছে। বাক স্বাধীনতা বলতে যেটা বোঝায়, আমাদের সংবিধানের যে মৌলিক অধিকার, সেটা আজকে কেড়ে নেয়া হয়েছে।’

২১ অগাস্ট গ্রেনেড মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন সাজার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

তিনি অভিযোগ করেন, সরকার শুধু ‘রাজনৈতিক কারণে’ এ মামলার রায়কে ‘অগ্রহণযোগ্য’ করে তুলেছে।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে’ তারেক রহমানকে এ মামলায় জড়িয়েছে মন্তব্য করে মওদুদ বলেন, “আমরা মনে করি, এটা ফরমায়েসি রায়। এই রায় দেশের মানুষ মানেনি।”

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় এ মানববন্ধন কর্মসূচিতে মহিলা দলের নূরজাহান ইয়াসমীন, জেবা খান, রাজিয়া আলীম, পেয়ারা মোস্তফা, শামসুন্নাহার ও আমেনা খাতুন বক্তব্য দেন।

পূর্ববর্তি সংবাদআগামীকাল হাইয়াতুল উলয়ার মিটিং, চূড়ান্ত হবে সংবর্ধনার খুঁটিনাটি
পরবর্তি সংবাদবিলিয়নিয়ার তৈরিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে চীন