রাঙামাটিতে পর্যটকবাহী বাসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা

ছবি : সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক : সশস্ত্র সন্ত্রাসীরা রাঙামাটি-খাগড়াছড়ি সীমান্তে পর্যটকবাহী বাস লক্ষ্য করে ব্রাশফায়ার করেছে।

গতকাল দুপুরে রাঙামাটি-খাগড়াছড়ি সীমান্তবর্তী নানিয়ারচর উপজেলার উনিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহী থেকে আগত পর্যটকবাহী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৫৭২৯) খাগড়াছড়ি ঘুরে রাঙামাটির উদ্দেশে রওনা দেয়। বাসটি খাগড়াছড়ি-রাঙামাটি সীমান্তবর্তী এলাকায় পৌঁছালে আঞ্চলিক সংগঠনের নামধারী সশস্ত্র সন্ত্রাসীরা বাসটির গতিরোধ করে দাঁড়াতে বলে। কিন্তু চালক বাসটি না থামিয়ে পর্যটকদের নিয়ে এগিয়ে যান।

এতে চালকের ওপর ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলযোগে বাসটির পিছু নিয়ে ব্রাশফায়ার করে। সেনা সদস্যরা পর্যটকবাহী বাসটি নিরাপদে রাঙামাটি নিয়ে আসেন। রাঙামাটির নানিয়ারচর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, সেনাবাহিনীর টহল দল পর্যটক ও তাদের বহনকারী বাস অক্ষতভাবে রাঙামাটি পৌঁছে দেয়। তাদের ঘিলাছড়ি ক্যাম্পের সেনাবাহিনীর একটি টহল দল উদ্ধার করে রাঙামাটির মানিকছড়ি পর্যটন কেন্দ্রে এগিয়ে দেয়। বাসের পেছনে চারটি গুলি লাগে। তবে পর্যটকদের কোনো ক্ষতি হয়নি।

পূর্ববর্তি সংবাদবিলিয়নিয়ার তৈরিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে চীন
পরবর্তি সংবাদঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত