ইসলাম টাইমস ডেস্ক : বহু নাটকীয়তার পর সিলেটে সমাবেশের অনুমতি পেয়েছে ড. কামালের নেতৃত্বাধীন ‘জাতীয় ঐক্যফ্রন্ট’। ২৩ অক্টোবরের পরিবর্তে ২৪ অক্টোবর সমাবেশের অনুমতি পেয়েছে তারা।
জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘রোববার দুপুরে পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২৪ অক্টোবর বেলা ২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ হবে।’
বিএনপিকে সাথে নিয়ে কামাল হোসেনের নেতৃত্বে গঠিত সরকারবিরোধী নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট তাদের প্রথম কর্মসূচি হিসেবে সিলেটে ২৩ অক্টোবর সমাবেশের ঘোষণা দিয়েছিল কিন্তু পরে তা একদিন পিছিয়ে দেওয়া হয়।
সরকার সিলেটে ২৩ তারিখ সমাবেশের অনুমতি না দেয়ায় পরিবর্তে তারা ২৪ তারিখ অনুমতি চায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।
অন্যদিকে সমাবেশের অনুমতি পাওয়া নিয়ে বিএনপি নাটক করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘নিরাপত্তার বিষয়টি.. যেমন এখানে বড় বড় নেতারা যাবেন, এটা তো পুলিশ একটু খতিয়ে দেখে। কিন্তু অনুমতির ব্যাপারে তারা কিন্তু ইঙ্গিতও পেয়ে গেছে। অহেতুক অফিসিয়াল চিঠি না পাওয়ার আগ পর্যন্ত নাটক করবে এটা তাদের পুরনো অভ্যাস।’
উল্লেখ্য, সিলেটের পর ২৭ অক্টোবর চট্টগ্রামে এবং ৩০ অক্টোবর রাজশাহীতে সমাবেশের কর্মসূচি রেখেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
