ইসলাম টাইমস ডেস্ক : রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতারকে অনাকাঙ্খিত বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘আমরা যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছি, তা প্রধানমন্ত্রীর চিন্তার অনুকূল। কিন্তু সরকারের সাম্প্রতিক পদক্ষেপে আমরা উদ্বিগ্ন।’
মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল সমূহকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য আমরা জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছি।’
তিনি বলেন, ‘সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে সুষ্ঠু রাজনীতির পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা করছি। এ সময় রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন অজুহাতে হয়রানি ও গ্রেফতারের ঘটনা অনাকাঙ্খিত।’
