সংকটে পড়েছে সৌদি রাজপরিবার!

ইসলাম টাইমস ডেস্ক : সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় সৌদি রাজপরিবার সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী খালিদ আল-ফালেহ। তিনি বলেন, তার দেশ এখন আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়েছে।

মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে এসব বলেন তিনি।

খাশোগি হত্যা ইস্যুতে সম্মেলনটি বয়কট করেছে বেশিরভাগ আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

খালিদ ফালিহ বলেন, ‘আমরা গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছি।’

মন্ত্রী বলেন, ‘সৌদি রাজতন্ত্রের কেউই খাশোগি হত্যাকাণ্ডের পক্ষে বলতে পারে না। খাশোগি হত্যাকাণ্ড অনুতপ্ত হওয়ার বিষয়।’

তেল নির্ভরতা কমিয়ে আনতে সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে বিনিয়োগ সম্মেলনটি আয়োজন করা হয়েছিল। এ সম্মেলনে কোটি কোটি ডলার নতুন বিনিয়োগ আসবে বলে ধারণা করেছিলেন অর্থনীতিবিদরা। কিন্তু খাশোগি হত্যাকাণ্ডের কারণে এটি অনেংকাংশে ব্যর্থ হয়েছে।

এছাড়াও খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্ব প্রশ্নের মুখে পড়েছে।

পূর্ববর্তি সংবাদশান্তি মিশনে ১০ দেশে আছেন বিভিন্ন বাহিনীর ৭১৬০ সদস্য
পরবর্তি সংবাদমানবসম্পদ উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করুন : রাষ্ট্রপতি