আলেম লেখক মুহাম্মদ রাশিদুল হকের মৃত্যু, বাদ জুমা জানাযা

ইসলাম টাইমস : তরুণ আলেম ও লেখক মাওলানা মুহাম্মদ রাশিদুল হক গতকাল রাত ১১টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ জুমা ঢাকার মিরপুরে মাদরাসায়ে দারুর রাশাদ প্রাঙ্গণে লেখকের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

সড়ক দুর্ঘটনা মারাত্মক আহত হওয়ার পর দীর্ঘ এক বছর চিকিৎসাধীন থেকে ইন্তেকাল করলেন তরুণ এ আলেম লেখক।

ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল হয়।

গত বছর ২৬ অক্টোবর ডেমরায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মুহাম্মদ রাশিদুল হক। এ সময় তিনি মাথায়, কানে, হাত, কোমর ও পায়ে মারাত্মক আঘাত পান।

ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে ২ নভেম্বর ঢাকা অর্থোপেডিক হাসপাতালে ডা. সালেক তালুকদারের তত্বাবধানে অপারেশন হয়। এতে কিছুটা সুস্থ হলেও তিনি চলাফেরা করতে পারতেন না।

আজ শুক্রবার বাদ জুমা তার নামাজে জানাযা মিরপুরের মাদরাসা দারুর রাশাদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জের কাশিয়ানিতে জন্ম গ্রহণ করেছিলেন মাওলানা রাশিদুল হক। তিনি মিরপুর দারুর রাশাদ মাদরাসার শাইখুল হাদীস ও আল কাওসার প্রকাশনীর স্বত্বাধিকারী আল্লামা হাবীবুর রহমানের ছোট মেয়ের জামাতা।

মাওলানা রাশিদুল হক ২ ছেলে ও ১ মেয়েসহ স্ত্রী, আত্মীয়সজন এবং অনেক বন্ধুবান্ধব রেখে গেছেন।

যাত্রাবাড়ীর সাইনবোর্ডের মারকাজুত তালীমের মুহাদ্দিস ছিলেন। এর আগে নড়াইবাগ মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।

পূর্ববর্তি সংবাদজাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফায় একমত কাদের সিদ্দিকী
পরবর্তি সংবাদগাজীপুরে শ্রমিক কলোনিতে আগুন, নিহত ১