জামিন আদেশের ২০ দিন পর মুক্তি পেলেন চবি শিক্ষক মাইদুল

ইসলাম টাইমস ডেস্ক : উচ্চ আদালতের নির্দেশের ২০ দিন পর মুক্তি পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম। ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার মাইদুলকে হাই কোর্টের দ্বৈত বেঞ্চ ২০ দিন আগে জামিনের আদেশ দিলেও তা ঢাকা থেকে চট্টগ্রামের কারাগারে না পৌঁছানোয় এতোদিন তিনি ছাড়া পাননি।

গতকাল রাতে জামিনের আদেশের অনুলিপি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর আজ সকালে তিনি মুক্তি পান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, ‘সোমবার রাতে উচ্চ আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করে মাইদুল ইসলামকে মুক্তি দেওয়া হয়েছে।’

মুক্তির পর মাইদুল বলেন, মুক্তি পেয়ে আমি সাময়িকভাবে খুশি। কিন্তু পরিপূর্ণ আনন্দিত নই।

তিনি আরও বলেন, ‘মতপ্রকাশের জন্য এখনো অনেকে কারাগারে আছেন। রাষ্ট্র যেভাবে মুক্তবুদ্ধির চোয়ালে আঘাত হানছে তা কাম্য নয়। মুক্তবুদ্ধি, মুক্তচিন্তা, সেক্যুলারিজম ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়। তাহলে মুক্তচিন্তার প্রকাশে কেউ বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে বলতে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ করে ফেইসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৩ জুলাই মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারি থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম।

পূর্ববর্তি সংবাদড. কামালকে পাঠানো প্রধানমন্ত্রীর চিঠিতে যা বলা হয়েছে
পরবর্তি সংবাদনভেম্বরে শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন