জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় শাস্তির মেয়াদ বেড়েছে খালেদা জিয়ার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের মেয়াদ বাড়িয়েছে হাইকোর্ট। বিশেষ আদালতের দেয়া কারাদণ্ড পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে।

দূর্নীতি দমন কমিশনের আইনজীবি খুরশিদ আলম খান রায়ের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন।

রাষ ঘোষণার পর বিএনপিপন্থী আইনজীবিরা হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করছেন।

দশ বছর আগে করা একটি মামলায় এ বছরের ফেব্রুয়ারি মাসে বিএনপি চেয়ারপার্সনকে শাস্তি দেয় বিশেষ আদালত।

সেসময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানসহ অন্য পাঁচ আসামীকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছিল।

এই মামলায় অপর আসামীরা হলেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক রয়েছেন। মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ রয়েছেন কারাগারে।

মামলার বিবরণে বলা হয়েছে, এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া ২ কোটি ১০ লাখ টাকা ৭১ হাজার ৬৭১ টাকা প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতার অপব্যবহার করে জিয়া অরফানেজ ট্রাস্টের দেয়া হলেও, তা এতিম বা ট্রাস্টের কাজে ব্যয় করা হয়নি। বরং সেই টাকা নিজেদের হিসাবে জমা রাখার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদভারতের আজমগড় ইজতেমা : সাদপন্থীদের আরেক পরাজয়
পরবর্তি সংবাদড. কামালকে পাঠানো প্রধানমন্ত্রীর চিঠিতে যা বলা হয়েছে