নওগাঁর মহাদেবপুরে পানিতে ডুবে মাদরাসা-ছাত্রের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক : নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহত আরাফাত রহমান উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের ফজলুর রহমানের ছেলে। উপজেলার শিবরামপুর কওমি মাদরাসার ছাত্র।

স্থানীয় ও পুলিশ জানান, মঙ্গলবার দুপুরে আরাফাত রহমানসহ ৭/৮ জন ছাত্র মাদরাসার পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

খোঁজাখুঁজির এক পর্যায় সন্ধ্যায় স্থানীয়রা পুকুরের পানিতে তার ভাসমান মৃতদেহ দেখতে পায়।

 

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২৫
পরবর্তি সংবাদইতালিতে হঠাৎ ভারী বর্ষণ, মৃতের সংখ্যা বেড়ে ৯