ব্রাজিলের সদ্য-নির্বাচিত প্রেসিডেন্ট জেইর বোলসোনারো ইসরাইলের একটি দৈনিক সংবাদপত্রকে সম্প্রতি দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, আমি মনে করি ইসরাইলে অবস্থিত ব্রাজিলের দূতাবাস জেরুসালেমে হওয়া উচিত।
গত মঙ্গলবার ইসরাইলি দৈনিক ‘হায়ুম’-এ প্রকাশিত এক সাক্ষাতকারে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বলেন, ‘নির্বাচনি প্রচারণার সময় যখন ইসরাইলের প্রধানমন্ত্রী আমাকে এ ব্যাপারে প্রশ্ন করেন যে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ব্রাজিলিয়ান দূতাবাস জেরুসালেমে স্থানান্তর করবেন কি-না; তখন আমি উত্তর দিয়েছিলাম, অবশ্যই! ইসরাইলের রাজধানী কোথায় হবে বা না হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র আপনার, অন্য কোনো দেশের নয়।’
নতুন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের দ্বারা হয়তো আমেরিকার পর ব্রাজিলই দ্বিতীয় দেশ হতে যাচ্ছে যারা তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুসালেমে সরিয়ে আনবে।
তার এমন ইহুদিপ্রীতি মন্তব্যে এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছে প্যালেস্টাইনসহ পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম নাগরিকরা।
সূত্র : আলজাজিরা
