বগুড়ার মোকামতলার গণেশপুরে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মাদরাসার সেফটি ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গণেশপুর হাফেজিয়া মাাদরাসার সেফটি ট্যাঙ্ক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ছাত্রের নাম আল-হাসিব (৪)।
নিহত হাসিব শিবগঞ্জ উপজেলার মোকামতলার কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বুধবার রাত আড়াইটার সময় মাদরাসা কর্তৃপক্ষ লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের দেয়া সংবাদে ওই মাদরাসার পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, গত বুধবার বিকেল ৪টার পর থেকে ওই মাদরাসায় পড়ুয়া ছাত্র হাসিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) মো. নান্নু খান জানান, ওই মাদরাসা ছাত্রের লাশের সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠানো হয়েছে।
