সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : বি চৌধুরী

ইসলাম টাইমস ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে।

তিনি বলেছেন, ‘গণগ্রেফতার বন্ধ করতে হবে। আটককৃতদের মুক্ত করে দিতে হবে। সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হবে। ইভিএম ব্যবহার করতে দেওয়া হবে না।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘যুক্তফ্রন্ট সম্প্রসারণ ও বিকল্পধারা বাংলাদেশে যোগদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ৬টি দল যুক্তফ্রন্টে যুক্ত হয়। দলগুলো হল- বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি), বাংলাদেশ ন্যাপ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনোরিটি ইউনাইটেড ফ্রন্ট। এছাড়া বিকল্পধারায় যোগ দিয়েছেন এরশাদের জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি এইচএম গোলাম রেজা, গণফ্রন্ট নেতা কামাল পাশা, মুসলিম লীগ নেতা নূর এ আলম, জনদল নেতা জয় চৌধুরী ও খলিল চৌধুরী।

যুক্তফ্রন্ট চেয়ারম্যান বলেন, নির্বাচনের সময় ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনীকে নিয়োগ দিতে হবে। সমাবেশ করতে দিতে হবে। সমাবেশ করার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকতে পারে না। অলিখিত কারণে গণমাধ্যম বিরোধী দলগুলোর সংবাদ প্রকাশ করতে পারছে না।

পূর্ববর্তি সংবাদখুলনাসহ হিন্দু অধ্যুষিত এলাকা দখলের হুমকি ভারতীয় নেতার
পরবর্তি সংবাদসরকারের অনঢ় অবস্থান রাজনীতির জন্য অশনি সংকেত : রিজভী