ইসলাম টাইমস ডেস্ক : শরীয়তপুর শহরের হুগলী গ্রামে ডাকাতির পর আন্তঃজেলা ডাকাত দলেরর দুই সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপার্দ করেছে জনতা। এক ডাকাত অসুস্থ হয়ে পড়ায় শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। অপর ডাকাতকে পুলিশি জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলে জানান পুলিশ। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ডাকাতের ১৫-২০জনের একটা দল রয়েছে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ডাকাতি করে আসছে। এদেরকে আটক করার চেষ্টা চলছিল। দুই ডাকাতের বাড়ি বরগুনা জেলার লতা বাড়িয়া। সবুজ নামের ডাকাত জনতার গণধোলাইতে মারা গেছে। তুহিন নামের ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে কোটহাজতে প্রেরণ করা হবে।
শনিবার গভীর রাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের হুগলী গ্রামের বরুন কুমার শাহা, স্বপন কুমার শাহা ও জসিম ঢালির বাড়ি থেকে প্রায় ১০ লাখ টাকার পরিমাণ নগদ টাকাসহ স্বর্ণলংকার নিয়ে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হতে ধরা পড়ে। এদেরকে জনতারা পুলিশের কাছে সর্পার্দ করে।
এ ব্যাপারে বরুন পালং থানায় ডাকাতির মামলা দায়ের করেছেন। মৃত্যুর ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
