সৌদি রাজপরিবারে আবারও বিদ্রোহের শঙ্কা!

আবারও সৌদি রাজপরিবারে অভ্যুত্থানের শঙ্কা প্রকাশ করলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল মালুফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি রাজা সালামান ও তার ছেলে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে অভ্যুত্থান কেবল সময়ের প্রশ্ন মাত্র।

রাজপরিবারের ভেতরের কারো মাধ্যমেই এ অভ্যুত্থান হতে পারে বলে মালুফ হুশিয়ার করেন।

মাত্র এক বছর আগে উত্তরাধিকারী যুবরাজের আসনে বসে প্রথমেই তিনি অভিযান শুরু করেন রাজপরিবারে। ভবিষ্যতে যারা তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন এমন সবাইকে তিনি মূলোৎপাটন শুরু করেন।

পশ্চিমা শক্তিগুলোকে খুশি করতে তাদের পরামর্শ অনুযায়ী নানা পদক্ষেপ নিতে শুরু করেন।

মাত্র এক বছর সময়ে মধ্যে সৌদি যুবরাজ রাজপরিবারের বহু সদস্যকে নিজের শত্রু বানিয়েছেন। ফলে রাজপরিবারে এখন তার বন্ধু চেয়ে শত্রু বেশি।

অন্যদিকে রাজপরিবারের সমালোচনা করায় সৌদি আরবে বহু আলেম ও মানবাধিকার কর্মীকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে। ফলে দেশের আলেম সমাজের একটি বড় অংশ প্রকাশ্যে কিছু না বললেও বাস্তাবে যুবরাজকে পছন্দ করেন না।

মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের কারণে আন্তর্জাতিক অঙ্গনেও যুবরাজ যথেষ্ট সমালোচিত।

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল মালুফ সংবাদ সংস্থা আরটি নেটওয়ার্ককে বলেন, সৌদি রাজপরিবারের সদস্যদের মধ্যে বন্ধুদের চেয়ে শত্রুই বেশি তৈরি করেছেন এমবিএস (যুবরাজ মোহাম্মদ বিন সালমান)।

তার মতে, সৌদির নেতৃস্থানীয়দের যুবরাজ বিপর্যস্ত করে তুলেছেন। হাউজ অফ সৌদ বা সৌদি রাজপরিবারে এমবিএসের বিরুদ্ধে বিদ্রোহ বেড়ে চলেছে। নিশ্চিতভাবেই তা ভাবা হচ্ছে (অভ্যুত্থান হবে)। কারণ, সৌদি যুবরাজ রাজসভার প্রচুর সংখ্যক সদস্যকে শত্রু বানিয়ে তুলেছেন। বিদ্রোহীদের অভ্যুত্থান কেবল সময়ের প্রশ্ন মাত্র।

পূর্ববর্তি সংবাদসামরিক সচিবের বক্তব্যের প্রতিবাদ জানালেন আল্লামা জুনায়েদ বাবুনগরী
পরবর্তি সংবাদমালয়েশিয়ার পুলিশ খুঁজছে নিরুদ্দেশ ১ হাজার বাংলাদেশী ছাত্রকে