ডাক্তারের ছাড়পত্র ছাড়াই বেগম জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে : রিজভী

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ডাক্তারের ছাড়পত্র ও পরামর্শ ছাড়াই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেছেন, বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সৈয়দ আতিকুল হকের অধীনে তিনি চিকিৎসাধীন, ডাক্তার আতিক বেগম জিয়াকে হাসপাতাল থেকে ছুটির ছাড়পত্র দেননি।

এ সময় বেগম জিয়ার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন রিজভী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, বেগম জিয়ার চিকিৎসার জন্য আদালতের নির্দেশনা ও মেডিকেল বোর্ডের সুপারিশকে লঙ্ঘন করে সরকার আজ হাসপাতাল থেকে কারাগারে প্রেরণ করেছে। তার চিকিৎসা শুরুই হয়নি, কেবল পরীক্ষা-নিরীক্ষা চলছে, আর সেই মূহূর্তে কারাগারে প্রেরণ করার উদ্যোগ শুধু মনুষ্যত্বহীন কাজই নয়, এটি সরকারের ভয়ঙ্কর চক্রান্ত।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদকারাগার থেকে আসিয়া বিবির মুক্তি, পাকিস্তানে আবারও বিক্ষোভের শঙ্কা
পরবর্তি সংবাদকোনো প্রকার সমঝোতা ছাড়াই সন্ধ্যায় তফসিল ঘোষণা