বিএনপি নির্বাচন করবে কোনো সন্দেহ নেই : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশ গ্রহণের ব্যাাপারে কোনো কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিরোধী শিবিরে উৎসব কেন নেই, তা জানি না। তবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, এ ব্যাপারে সন্দেহ-সংশয় নেই। আমরা আশাবাদী।’

রাজশাহীর সমাবেশে বিএনপির বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গতকাল রাজশাহীতে বিএনপি যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য তফসিল ঘোষণার পর কেউ দিতে পারে না। গরম গরম ভাষণ, আন্দোলনের কর্মসূচি দেওয়া, নির্বাচনী আইন ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদমস্কো শান্তি সম্মেলনে তালেবান, খুলবে কি আলোচনার দুয়ার
পরবর্তি সংবাদআওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবে সাকিব-মাশরাফি!