রাজনৈতিক সংকটের মুখে শ্রীলংকার পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
শুক্রবার তিনি এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন। আদেশে বলা হয়, শুক্রবার মধ্যরাত থেকেই পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার নির্দেশ কার্যকর হবে।
২০১৯ সালের ৫ জানুয়ারি নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন বসবে ১৭ জানুয়ারি।
সম্প্রতি প্রেসিডেন্টের নিয়োগ দেওয়া নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পার্লামেন্টে আস্থা ভোটে জেতার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন সিরিসেনা।
২৬ অক্টোবর প্রেসিডেন্ট সিরিসেনা আকস্মিক সিদ্ধান্তে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করে দায়িত্ব দেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে।
ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা বিক্রমাসিংহে দায়িত্ব ছাড়তে অস্বীকৃতি জানালে দেশটিতে সাংবিধানিক সংকট তৈরি হয়।
