নুরুল্লাহ হোসাইন ।। তামিলনাড়ু থেকে ফিরে
দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলরে অবস্থিত বিখ্যাত ভেলর দুর্গ। যেটা সুলতান টিপুর দুর্গ নামেও পরিচিত। টিপু সুলতানকে কে না চেনে! বৃটিশ বেনিয়াদের ভারতী উপমহাদেশ দখলের পথে সবচে বড় বাধা ছিলেন তিনি। অষ্টাদশ শতাব্দীর শেষদিকে বৃটিশ বেনিয়াদের কাছে টিপু সুলাতান ছিলেন এক বিভীষিকার নাম।
টিপুকে নিয়ে আলোচনা আরেকদিন। আজকে বলি সেই মহান টিপুর প্রতি বর্তমান ভারতের সম্মান প্রদর্শনের একটি নমুনা।

ভেলর দুর্গ টিপু সুলতানের স্মৃতিবিজড়িত একটি জায়গা। দুর্গের ভেতরে ঢুকে একটু সামনে গেলেই হাতের বামপাশে বিশাল এক মসজিদ। মসজিদটি সম্পুর্ণ কাঁটাতারে ঘেরা ৷ ভেতরে পুলিশের চৌকি। মসজিদে প্রবেশ নিষেধ। নামাজ আদায় করা নিষেধ। এমনকি ছবি তোলাও নিষেধ।
ছবি তুলতে গেলাম আর হই হই করে এক পুলিশ দৌড়ে এলো। অথচ আর সবকিছুর ছবি তোলাতে কোনো বাধা নেই। অন্যদিকে একই দুর্গের মধ্যে আছে হিন্দুদের মন্দির জালাকান্ডেশ্বরার মন্দির। সেখানে প্রবেশে কোনো বাধা নেই। পূজা-পার্বণেও নেই কোনো বারণ। বারণ শুধু টিপু সুলতানের মসজিদে!

কেন এই বৈরিতা? ভারত তো ধর্মনিরপেক্ষতার বয়ান দেয়। সেই দেশে ইসলামধর্মের উপাসনালয় ও মুসলিম বীরদের নিয়ে কেন এই বৈরিতা?
