সুস্থ হয়ে ঘরে ফিরেছে বালিয়া মাদরাসার ছাত্ররা

নিজস্ব প্রতিবেদক : খাদ্যে বিষক্রিয়ার কারণে ময়মনসিংহের ফুলপুরের জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম, বালিয়ার অসুস্থ হয়ে পড়া ছাত্ররা এখন শঙ্কামুক্ত। তাদের সবাই ক্লিনিক থেকে মাদরাসায় ফিলেছে বলে জানিয়েছেন বালিয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা এমদাদুল হক।

তিনি ইসলাম টাইমসকে বলেন, ‘আলহামদুলিল্লাহ! ছাত্ররা এখন সুস্থ। তাদের সবাই মাদরাসায় ফিরেছে।’

নতুন করে আর কেউ অসুস্থ হয়নি বলেও জানান তিনি।

হঠাৎ ছাত্ররা কেন অসুস্থ হয়ে পড়লো? এমন প্রশ্নের উত্তরে মাওলানা এমদাদুল হক বলেন, ‘ডাক্তারদের ধারণা খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়েছিলো। তবে এখনও চূড়ান্ত কারণ জানা যায়নি। তবে তা নির্নয় করতে ময়মনসিংহ মেডিকেল কলেজে খাদ্যের নমুনা পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে রিপোর্ট পাওয়া যাবে আশা করছি।’

উল্লেখ্য, বোর্ডিংয়ে ব্রয়লার মুরগি ও অ্যাংকার ডাল খেয়ে গত মঙ্গলবার রিয়াদ হাসান (১৮) নামে এক ছাত্রের মৃত্যু হয় এবং অসুস্থ হয়ে পড়ে শতাধিক ছাত্র।

মঙ্গলবার রাতে আবাসিক শিক্ষক-ছাত্র খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়ভাবে ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে রিয়াদের (১৮) অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ এসকে হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টায় তার মৃত্যু হয়।

রিয়াদ তারাকান্দা উপজেলার ভালকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। মৃত রিয়াদের পরিবার তার মৃত্যুকে স্বাভাবিকভাবেই নিয়েছে বলে জানিয়েছেন মাওলানা এমদাদুল হক।

আরও পড়ুন : খাবারের বিষক্রিয়ায় বালিয়া মাদরাসায় একজনের মৃত্যু, অসুস্থ শতাধিক

পূর্ববর্তি সংবাদপশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব প্রত্যাখানে ক্ষুব্ধ মমতা
পরবর্তি সংবাদটাকার বিনিময়ে ফেল-ছাত্রদের সুযোগ দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ