সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে বৃহস্পতিবার রাত থেকে তিনি সিএমএইচে ভর্তি আছেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সনের ৫ জানুয়ারিরর সংসদ নির্বাচনের আগেও এরশাদ হঠাৎ করে অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি হন এবং ভোটের রাজনীতিতে কৌতূহল ও কৌতুকের উদ্রেক করেন।
