আমেরিকায় হাসপাতালে হামলা, নিহত ৪

ইসলাম টাইমস ডেস্ক: আমেরিকায় শিকাগোর একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় দুই নারী ও পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছে। নিহত নারীদের মধ্যে একজন ছিলেন চিকিৎসক, অপরজন ফার্মাসিউটিক্যাল সহকারী। শিকাগোর মারসি হাসপাতালে সোমবার স্থানীয় সময় রাত ৯টায় এ ঘটনা ঘটে।

নিহত নারী চিকিৎসকের সঙ্গে বন্দুকধারীর ‘সম্পর্ক’ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বন্দুকধারীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।শিকাগোর মেয়র ইমানুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিকাগো পুলিশ সুপারিনটেনডেন্ট এডি জনসন জানান, নিহত পুলিশ কর্মকর্তার নাম স্যামুয়েল জিমেনেজ। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। তবে তিনি নিজের গুলিতে নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: বিবিসি

পূর্ববর্তি সংবাদবিটিআরসি চেয়ারম্যানের দাবি, স্কাইপ বন্ধ করা হয়নি
পরবর্তি সংবাদদুদকের মামলায় রফিকুল ইসলাম মিঞার ৩ বছর কারাদণ্ড