অবশেষে র‌্যাবের টানা চার ঘন্টার অভিযান সমাপ্ত: গ্রেফতার ১

ইসলাম টাইমস ডেস্ক: অবশেষে টানা চার ঘন্টার অভিযান শেষে ঝিনাইদহের এক কৃষকের বাড়ি হতে এক কিশোরকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃত কিশোরের নাম আক্তারুজ্জামান সাগর। সে কৃষক সরাফত মন্ডলের ছেলে। সাগরের বাবা দাবি করছেন, তার ছেলে মানসিক প্রতিবন্ধি। সেজন্যে ছেলেকে পাবনা পাগলাগারদে পাঠানো হয়েছিল বলে জানান তিনি।
সাগরকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে র‌্যাব- ৬ এর খুলনার সিও উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত সাগর নব্য জেমএবির সদস্য। বাড়িটি তল্লাশি করে জেহাদী বইসহ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব আরও জানান, সাগরকে গত দুই বছর ধরে নজরে রেখেছিলেন তারা।
গ্রেফতারের পর তার কাছ থেকে জেএমবির কয়েকজনের নাম জানা গেছে বলে দাবি করেন র‌্যাব কর্মকর্তা।
তাদের ধরার জন্য অভিযান চলবে বলেও জানান তিনি ।
উল্লেখ্য, বুধবার (২১ নভেম্বর) ভোর সাড়ে চারটা থেকে সরাফত মন্ডলের বাড়িটি ঘিরে রাখে র‌্যাব-৬ সদস্যরা।
এরপর স্থানীয়দের ওই এলাকায় প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করে সরাফত মন্ডলের বাড়িতে অভিযান শুরু করে তারা।
ভোর সাড়ে ৪টা থেকে সকাল পৌনে ৯টা পর্যন্ত চলা অভিযান শেষে আক্তারুজ্জামান সাগরকে গ্রেফতার করা হয়।

পূর্ববর্তি সংবাদদেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা: নিহত ৪
পরবর্তি সংবাদপ্রায় ৮৫ হাজার শিশু অপুষ্টিতে মারা গেছে ইয়েমেনে