অর্পিত দায়িত্ব পালন করবে সেনাবাহিনী : সেনাপ্রধান 

ইসলাম টাইমস ডেস্ক : সেনাবাহিনীর ওপর অর্পিত দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দেশের যে কোনো প্রয়োজন-সংকটে দেশপ্রেমিক সেনাবাহিনী এগিয়ে আসবে বলেও জানান সেনাপ্রধান।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

সেনাপ্রধান আজ খেতাবপ্রাপ্ত সেনাসদস্য ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা বাহিনীর সদস্যদের সংবর্ধনা এবং পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রথমবারের মতো শান্তিকালীন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নয় জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ১৯ সেনাসদস্যকে ‘বিশিষ্ট সেবা পদক’ তুলে দেন সেনাবাহিনী প্রধান।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জঙ্গি দমন থেকে শুরু করে দেশের জন্য বড় ভূমিকা পালন করে যাচ্ছে।

পূর্ববর্তি সংবাদবিএনপির নেতাকর্মীদের গ্রেফতার চলছে, অথচ ইসি নীরব ভূমিকায় : অলি
পরবর্তি সংবাদজোটবদ্ধ নির্বাচনে আদর্শহীনতার চেহারাটা প্রকট হয়ে ওঠে : মুফতি আবুল হাসান আবদুল্লাহ