টাঙ্গাইলে বিধ্বস্ত হল প্রশিক্ষণবিমান, পাইলট নিহত

ইসলাম টাইমস ডেস্ক: শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হয়েছেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, বিমান বিধ্বস্তের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বিমানটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিকেল ৫টা পর্যন্ত বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় নিহত পাইলটের মরদেহটি ক্ষতবিক্ষত হওয়াসহ দুর্ঘটনাকবলিত বিমানটি টুকরো টুকরো হয়ে যায়। নিহত পাইলটের নাম ছাড়া বিস্তারিত ঠিকানার বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেননি বলেও জানান তিনি।

এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের বিমান বাহিনীর মহড়া ছিল।

মধুপুর বনে পরিচালিত এ মহড়ার অংশ হিসেবে শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিটে মহড়া চলাকালে বাংলাদেশ বিমানের এফ-৭ পিজি নামক একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুর্ঘটনাকবলিত বিমানের পাইলট আরিফের মৃত্যু হয়।

পূর্ববর্তি সংবাদনির্বাচন কমিশন প্রকাশ্যে সরকারের পক্ষে অবস্থান নিয়েছে: খেলাফত মজলিস
পরবর্তি সংবাদমহাজোটের আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা রবিবার!