নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার: পুলিশকে তদন্তের নির্দেশ সিইসির

ইসলাম টাইমস ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা আবু বকর আবুর মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত করার নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার সকালে ইভিএম প্রশিক্ষণের  উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নির্বাচনে বিএনপির মনোনয়নের জন্য ঢাকায় এসে চারদিন আগে পল্টন থেকে নিখোঁজ হন যশোর জেলা বিএনপির সহসভাপতি আবু বকর আবু। গতকাল বৃহস্পতিবার বিএনপি নেতার মরদেহ ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়।

বিএনপির সেই নেতা পুলিশ হেফাজতে ছিলেন, তাকে আটক করা হয়েছিল বিষয়টি সাংবাদিকরা নজরে আনলে সিইসি বলেন, এ বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হবে, যাতে তারা দোষীদেরকে চিহ্নিত করে আইনের আওয়তায় নিয়ে  নেয়।

এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে সে বিষয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ইভিএম একটি নতুন উদ্যোগ। ব্যালটে ভোট দেয়ার যে ঝামেলা সেটি দূর করতে হবে। ইভিএমের মাধ্যমে সেটা হতে পারে। ইতোপূর্বে স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা হয়েছে। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কোন আইনগত বাধা নেই। সেটা আমরা ব্যবহার করব।

 

 

 

পূর্ববর্তি সংবাদসাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন গ্রেফতার
পরবর্তি সংবাদমাওলানা সাদের বিরোধী বই করায় হত্যার হুমকিও পেয়েছি : মাওলানা আবদুল্লাহ আল ফারুক