যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় ফের রাসায়নিক হামলা! আহত ৭৩

ইসলাম টাইমস ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় আবারো রাসায়নিক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেশটিতে রাসায়নিক হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সিরিয়ার রাস্ট্রীয় বার্তা সংস্থা সানা নিউজ এজেন্সি এবং যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

সানা নিউজ এজেন্সি বলছে, আলেপ্পোয় রাসায়নিক হামলায় আহত হয়েছে অন্তত ৭৩ জন। এদের অনেকের অবস্থাই গুরুতর। এখানে বিষাক্ত ক্লোরিন গ্যাসের হামলা করা হয়েছে বলে অভিযোগ।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিবের একটি স্কুলের পাশে রাসায়নিক হামলাটি হয়েছে। সেখানে একটি রকেট আঘাত হানে এবং ঘটনাস্থলে ৪ জনের মরদেহ পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেক শিশু ও নারী রয়েছে।

সূত্র : আরটি নিউজ

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে নিহত ৪ স্বাধীনতাকামী
পরবর্তি সংবাদক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে এখনো নিখোঁজ ৮৭০ জন