আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মনোনয়নপত্র বিতরণ শুরু বিএনপির

ইসলাম টাইমস ডেস্ক : কোনো প্রকার আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি।

রোববার (২৫ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র ছয় নেতাকে মনোনয়নের চিঠি দেওয়ার মনোনয়ন বিতরণের কাজ শুরু হয়েছে।

রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ ছয়জনকে মনোনয়নের চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিষয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘মনোনয়ন দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় কোনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আপনাদের জানানো হবে।’

পূর্ববর্তি সংবাদনৌকায় নির্বাচন করবেন সিইসির ভাগ্নে!
পরবর্তি সংবাদকখনো আইনকানুনের অবস্থা থেকে বিচ্যুত হবেন না : সিইসি