‘ভোটে জিতে কাজ না করলে জুতাপেটা করবেন’ -প্রার্থীর ঘোষণা

ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে অভিনব পদ্ধতি বের করেছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক প্রার্থী। বিধান সভা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আকুলা হনুমন্থ ঘোষণা দিয়েছেন ভোটারদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে জুতাপেটা খেতে প্রস্তুত সে।

এজন্য ভোটারদের মাঝে নিজেই জুতা বিতরণ করছে এই প্রার্থী।

আগামী ৭ ডিসেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন।

ভোটারদের হাতে জুতা তুলে দিয়ে আকুলা বলছেন, তাকে ভোটে জেতানোর পর যদি তিনি ভোটারদের প্রত্যাশা পূরণ করতে না পারেন, তাহলে তাকে যেন ওই জুতা দিয়ে পেটানো হয়।

তবে শুধু জুতাই নয়, ভোটারদের হাতে নিজের একটি আগাম পদত্যাগপত্রও দিয়ে রাখছেন আকুলা। উদ্দেশ্য একই, যাতে তার কাজ পছন্দ না হলে ভোটাররাই তার পদ কেড়ে নিতে পারেন।

তবে ভোটাররা আকুলাকে জুতাপেটা করার সুযোগ পাবেন কি না, তা অবশ্য সময়ই বলবে। কোরুটলা নামে যে কেন্দ্র থেকে তিনি লড়ছেন, সেখানকার বর্তমান বিধায়ক টিআরএস-এর কে বিদ্যাসাগর রাও পর পর তিন বার ওই বিধানসভা থেকেই নির্বাচিত হয়েছেন। ফলে আকুলার লড়াই যথেষ্ট কঠিন।

তবে প্রার্থীর হাত থেকে এক জোড়া জুতা পাওয়ার বিষয়টিতে মজাই পাচ্ছেন ভোটাররা। এখন ভোটটা তারা আকুলাকে দেন কি না, সেটাই দেখার।

পূর্ববর্তি সংবাদকখনো আইনকানুনের অবস্থা থেকে বিচ্যুত হবেন না : সিইসি
পরবর্তি সংবাদএহছানুল হক মিলনের জামিন নামঞ্জুর