‘বিএনপি বলেছে আরও আসন দিবে’

আতাউর রহমান খসরু ।।

আগামীকাল ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। কিন্তু এখনও আসন বণ্টন নিয়ে কোনো সুরাহা করতে পারেনি বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস। দল দুটির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায় বিএনপি তাদেরকে একটি করে আসন দিতে চায়। তবে তারা তাতে সন্তুষ্ট নন।

তারা মনে করছেন, সুখে-দুঃখে দীর্ঘ একটি সময় বিএনপির সঙ্গে থাকার পরও আসন বণ্টনে বিএনপি তাদের সঙ্গে সুবিচার করছে না।

বিএনপির কাছে জমিয়তের দাবি ৭টি আসন আর খেলাফত মজলিসের দাবি ৫টি আসন। দাবি থেকে সরে আসতে নারাজ তারা। অন্যদিকে বিএনপিও মানছে তাদের দাবি।

শেষ খবর পাওয়া পর্যন্ত (২৭ নভেম্বর সন্ধ্যা) দলীয় প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছে জমিয়ত ও খেলাফত মজলিস।

খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের ইসলাম টাইমসকে বলেন, ‘এখনও কোনো সমাধান হয়নি। আমাদের দলের ১৯ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র জমা দিবে।’

তবে প্রতীক বরাদ্দের সময় আসন বণ্টন বিষয়ে সুরাহা হতেও পারে বলে আশা করেন এই নেতা।

একইভাবে বিএনপির কাছ থেকে প্রত্যাশিত আসন না পেয়ে প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দি ইসলাম টাইমসকে এমনটিই জানিয়েছেন।

আরও পড়ুন : ৩ আসনে মনোনয়ন : চমক দেখালেন মুফতী ওয়াক্কাস

তবে মনোক্ষুণ্ন ও হতাশ হলেও দল দুটি এখনই জোট ছাড়ছে না বলে নিশ্চিত করেছেন উভয় দলের শীর্ষ নেতারা। তারা শেষ পর্যন্ত তারা অপেক্ষা করতে চান। বিএনপিও তাদের বলেছে এখনও সময় শেষ হয়ে যায়নি।

জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী বলেছেন, ‘আমরা আজও বিএনপি মহাসচিবের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আরও আসন দিবেন বলে আশ্বস্ত করেছেন।’

শাহীনূর পাশা আরও জানান, ঠিক কতোটি আসন দিবে তা সুনির্দিষ্টভাবে বলেননি বিএনপি মহাসচিব। শুধু বলেছেন, এখন মনোনয়নপত্র জমা দিন। আমরা আপনাদের সন্তুষ্ট করবো।

আপাতত ২২টি আসনে মনোনয়নপত্র জমা দিবে জমিয়তের প্রার্থীরা। আর প্রতীক বরাদ্দ ও মনোনয়নপত্র প্রত্যাহারের পূর্বেই আসন বণ্টনে একটি সন্তোষজনক সমাধান আশা করছেন এই নেতা।

তাদের প্রত্যাশা পূরণ হবে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে আরও ১০ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন : আসনপ্রাপ্তি নিয়ে যা বললেন বিএনপি জোটের ইসলামি দলের ৩ নেতা

পূর্ববর্তি সংবাদ‘নিখোঁজ’ বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী
পরবর্তি সংবাদহেফাজতের বিরুদ্ধে মার্কিন রেজুলেশন আন্তর্জাতিক প্রোপাগাণ্ডা : আজিজুল হক ইসলামাবাদী